স্টাফ রিপোর্টার:
সারাদেশে স্বাধীনতা বিরোধী জামায়াত, বিএনপির অব্যাহত গুপ্ত হত্যা, খুন, ডাকাতি, রাহাজানি, নৈরাজ্য ও বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র এবং স্বাধীনতা বিরোধীদের চক্রান্তের প্রতিবাদে ১৪ দলীয় ঐক্য জোট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ও চাঁদপুর জেলা ও সদর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে চাঁদপুর শহরে পৃথক দু’টি মানবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রোববার বিকেলে শহরের শপথ চত্ত্বরে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে ও শহীদ মুক্তিযোদ্ধা সড়কে মুক্তিযোদ্ধা সংসদের সামনে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাভপতি ও পৌর মেয়র আলহাজ্ব্ মোঃ নাছির উদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, এডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু পাটওয়ারী, সহ-সভাপতি রাধা গবিন্দ ঘোষ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকে বিনয় ভুষন মজুমদার, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, পৌর প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, কৃষক লীগ নেতা শাহজাহান চৌকদার, মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া, আব্দুর রশিদ সর্দার, সদর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাদারন সম্পদাক আলী আর্শাদ মিয়াজী, মুক্তিযোদ্ধা হানিফ পাটওয়ারী, মুক্তিযোদ্ধাদের পক্ষ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধ ডেপুটি কমান্ডার হাফিজ খান, সাংগঠনিক সম্পাদক মহসীন পাঠান, দপ্তর সম্পাদক ইয়াকুব মাষ্টার, সদর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম চিশতী, ডেপুটি কমান্ডার দুলাল ভূঁইয়া ও ছানা উল্লাহ সহ জেলা ও সদরের অসংখ্য মুক্তিযোদ্ধা।
এ সময় বক্তারা বলেন, আওয়ামীলীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন। এ সংগঠনের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের মাটি ও মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের মৌলিক চাহিদা যখন শেখ হাসিনা পূর্ণ করছে ঠিক তখনই খালেদা জিয়া ফুসে উঠেছে। সে জামায়াত চক্রকে সাথে নিয়ে এদেশে গুপ্ত হত্যা চালাচ্ছে। দেশে যখন বিদেশীরা বিনিয়োগ করছে তখনই বিদেশীদেরকে হত্য করছে এবং সংখ্যালঘুদেরকেও এদেশ থেকে বিতারিত করতে নৈরাজ্য চালাচ্ছে। আমরা শত বাঁধা বিগ্ন পেরিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এদেশকে এগিয়ে নিয়ে যাবো। কোন ষড়যন্ত্রকারীরাই দেশকে পিছিয়ে নিতে পারবেনা।