চাঁদপুর সংবাদদাতা: চাঁদপুরে ১৪ পিকেটারকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
বিএনপি নেতৃতাধীন ১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের শেষদিন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শহরের ঘোষেরহাটসহ বিভিন্ন স্থানে পিকেটিংয়ের চেষ্টাকালে তাদের আটক করা হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট থেকে মহামায়া পর্যন্ত এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করছিল হরতালকারীরা।
খবর পেয়ে পুলিশ এসে ধাওয়া করে তাদের মধ্যে পাঁচজনকে আটক করে। বাকি নয়জনকে সকাল ৮টার দিকে আটক করা হয়।
চাঁদপুর পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।