বাংলাদেশ রেলওয়ের চাঁদপুর-লাকসাম রেলপথের ৫৪ কিঃমিঃ এলাকায় ব্যাবহারের অনুপযোগী প্রায় পৌনে ২ হাজার টন রেল লাইন ঢাকা নিউ ষ্ট্রান ট্রেনিং কর্পোরেশনের কাছে ১৫ কোটি টাকার লাইন ৫ কোটি টাকায় বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এই রেল লাইন হস্তান্তর করার সকল কার্যক্রম শেষ পর্যায় বলে গতকাল বৃহস্পতিবার বিকেলে জানিয়েছেন স্থানীয় একজন রেলওয়ে কর্মকর্তা।
গত ২০১৩ সালের ১৪‘মে বাংলাদেশ রেলওয়ের চাঁদপুর-লাকসাম রেলপথের ৫৪ কিঃমিঃ এলাকায় ব্যাবহারের অনুপযোগী প্রায় ৪০ টন রেল লাইনের টেন্ডার ডাকা হয়। এরপর গত ১১ জুন টেন্ডারের মালামাল সেল অর্ডার হয়। এসব মালামাল দুটি কাগজপত্রের মাধ্যমে মোট ১ হাজার ৭‘শ ৭৩ টন ৭শ ৬৮ কেজি মালামাল টেন্ডারের মাধ্যমে বিক্রয় করা হয়। প্রতিটন মালামাল ভ্যাট সহ প্রায় ৪৬ হাজার টাকা দরে ঢাকা নিউ ষ্ট্রান ট্রেনিং কর্পোরেশনের কাছে বিক্রয় করা হয়। এ কার্যক্রমের প্রক্রিয়ায় ছিলেন রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ইঞ্জিনিয়ারিং বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ। এ ঘটনার সত্যতা স্বিকার করেছেন ঢাকা নিউ ষ্ট্রান ট্রেনিং কর্পোরেশনের মালিক প্রতিনিধি চাঁদপুরে অবস্থানরত গোলাম রব্বানি।
জানা যায়, চাঁদপুর-লাকসাম রেলপথে বিগত ১৫ বছর যাবৎ ব্যাবহার করার পর প্রায় ৪০ টন রেলপাত অকেজো ও অব্যাবহারযোগ্য হয়ে পড়ে। বর্তমানে এসব রেলপাথ এরূটে বর্তমান দায়িত্বরত কর্মকর্তা রেলপাত চুরির হাত থেকে রক্ষা কল্পে ১০টি ষ্টেশন এলাকায় ফেলে রাখা রেলপাত চাঁদপুর কোর্ট ষ্টেশন ও বড় ষ্টেশন এলাকায় এনে স্তুপ করে রাখেন।
এ স্তুপকৃত ৪০টন রেলপাত গত এপ্রিল মাসে চট্টগ্রাম রেলওয়ের তালিকা ভুক্ত ঠিকাদারদের অংশগ্রহনের মধ্য দিয়ে চট্টগ্রামে এক ট্রেন্ডার অনুষ্ঠিত হয়। ঐ সময় ব্যাবহারের অনুপযোগী রেলপাতগুলী চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাদের যোগ সাজসে স্বল্প মূল্যে ১৫ কোটি টাকার রেলপাত মাত্র ৫ কোটি টাকায় ঢাকা হাট খোলা এলাকার নিউ ষ্ট্রান ট্রেনিং কর্পোরেশনের সত্বাধিকারী হাজী সালাউদ্দিন এর নামে ট্রেন্ডারের মাধ্যমে তালিকা ভুক্ত করে দেওয়া হয়। দীর্ঘ ৬ মাস পর ঐ প্রতিষ্ঠান প্রায় ৪০ টন রেলপাত নেওয়ার জন্য গতকাল বৃহস্পতিবার চাঁদপুরে আসেন ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি গোলাম রব্বানি সহ একটি ৫ সদস্যের প্রতিনিধি টিম। এ প্রতিনিধি টিমের উপস্থিতিতে রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে রেলপাত গুলো স্থানীয় কর্তৃপক্ষ টুকরো টুকরো করে তাদেরকে বুঝিয়ে দিতে দেখা যায়।
রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আমিনুল ইসলাম জানান, ১৫ কোটি টাকার রেলপাত মাত্র ৫ কোটি টাকায় পানির দামে বিক্রি করে সরকারের ১০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত করা হচ্ছে।
এ ব্যাপারে নিউ ষ্ট্রান ট্রেনিং কর্পোরেশনের প্রতিনিধি দলের প্রধান গোলাম রব্বানি জানান, সরকারি নিয়ম মোতাবেক ৫ কোটি টাকায় রেলপাত আমার প্রতিষ্ঠান পেয়েছে। সে মোতাবেক রেলপাত বুঝে নেওয়ার জন্য চাঁদপুরে আসি। গতকাল শুক্রবার রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাদের উপস্থিতির মধ্য দিয়ে রেলপাতগুলী ঢাকায় নিয়ে যাওয়ার জন্য তরিঘরি করে কাজ চালাতে দেখা যায়।
এঘটনায় রেলওয়ের স্থানীয় কর্মকর্তা ও জনমনে ব্যাপক চাপা ক্ষোভ ও জল্পনা-কল্পনা চলছে। গতকাল শুক্রবার রেলপাত ক্রয়কৃত ঠিকাদার প্রতিষ্ঠানটি ট্রাক যোগে রেলপাত গুলো ঢাকা নিয়ে যাবে বলে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহীনি জানান।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।