শওকত আলী ॥
চাঁদপুর মেঘনা নদীতে জাটকা নিধনের অপরাধে ১৫ জেলেকে ২ বছরে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৫ মার্চ) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মো. রাশেদ চাঁদপুর নৌ-পুলিশ পাঁড়িতে ভ্রাম্যমান আদালত বসিয়ে এই দন্ডাদেশ দেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, দুই মার্স পদ্মা-মেঘনায় অভয়াশ্রম হিসেবে নিয়মিত অভিযান চালায় ট্রাস্কফোর্সের সদস্যগণ। শনিবার (৪ মার্চ) দিবাগত রাতে মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলার হরিণাঘাট এলাকা থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়। এদের বাড়ী শরীয়তপুর ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায়।
দন্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন: নজরুল ইসলাম (২০), দেলোয়ার (২৬), আঃ করিম (২৫), বাবুল (৩২), ইউনুছ (২৬), সেলিম (২১), মহিউদ্দিন (২৬), দুলাল (২৬), মো. হাসান (২৮), আনোয়ার হোসেন (৩৬), আলী আহসান (৪৪), রাসেল (২৩), মো. ফারুক (২১), আলমগীর হোসেন (২২) ও আমির হোসেন (২২)।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বলেন, মার্চ- এপ্রিল দু’মাস জাটকা রক্ষায় পদ্মা-মেঘনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।