স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১৭৭ ইয়াবা, মা ছেলেসহ ৩ কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলো চাঁদপুরে শহরের আদর্শ মুসলিম পাড়াস্থ বিপনিবাগ এলাকার আব্দুল খালেক চৌধুরি ছেলে ছালেহ আকরাম রাসেল (২৮) ও হাজীগঞ্জ উপজেলার টোরাগড় (দঃ) গ্রামের কাজী বাড়ীর মৃত মানিক কাজী স্ত্রী পারুল বেগম(৫৫) ও ছেলে আহাম্মেদ শরীফ(২৮) । গোয়েন্দা সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মো. ইসমাইল গোপন সংবাদের সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার দিবাগত রাত সোড়া ৩ টায় তাদের বাড়ীতে বসত ঘরের পশ্চিম দিকের কক্ষে ৬৫ পিস ইয়াবা সহ তাদের আটক করে। এদিকে রোববার রাত সাড়ে ১১ টায় চক্ষু হাসপাতালের সামনে শেরে বাংলা ছাত্রাবাসের রাস্তা থেকে ছালেহ আকরাম রাসেলকে ১১২ পিস ইয়াবাসহ বিক্রিয়কালে আটক করে।’ তাকে রোজার মধ্যে ৬০ পিস ইয়াবাসহ আটক করে জেল হাজতে প্রেরণ করিলে সে জামিনে এসে পূণরায় মাদক ব্যবসা চালু করে দেয়।’ তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।