সিনিয়র করেসপন্ডেন্ট: চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমান পিপিএম বার চাঁদপুর জেলায় এসপি হিসেবে যোগদান করেছেন ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর। ওই তারিখ থেকে আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) প্রায় ১৭ মাসে জেলায় মাদক মামলার ১ হাজার ৭৩জন আসামী আটক হয়েছে।
দুপুরে শহরের বাবুরহাট পুলিশ লাইনস্ ডিলসেডে জেলা পুলিশের আয়োজনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসপি এসব তথ্য প্রদান করেন।
তিনি বলেন, গত ১৭ মাসে সকল পর্যায়ের সাংবাদিকদের সহযোগিতা ছিলো। এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলায় ৮০২টি মামলা হয়েছে। এই সংক্রান্ত আসামী আটক হয়েছে ১ হাজার ৭৩জন। জেলায় ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য মামলার আসামী গ্রেফতার হয়েছে ৬ হাজার ৭ শ’ ৫৫জন। উদ্ধারকৃত মাদকদ্রব্য মালামালের আনুমানিক মূল্য ৩ কোটি ৪৩ লাখ ১৮ হাজার ৬শ’ ৩৫টাকা।
এসপি বলেন, এই সময়ে উল্লেখযোগ্য বেশ কয়েকটি কাজের অগ্রগতি হয়েছে। আমরা জঙ্গিবাদ নিয়ন্ত্রণে কাজ করেছি। মতলব উত্তরে বস্তাবন্দি লাশ, মস্তকবিহীন লাশ উদ্ধার ঘটনায় মামলাগুলোর অগ্রগতি হয়েছে।
চাঁদপুরনিউজ/এমএমএ/