গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে সরকারের বাধা দেয়ার প্রতিবাদে সারাদেশের ন্যায় চাঁদপুরেও ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডঃ সলিম উল্লা সেলিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর এ এইচ আহম্মদ উল্লা মিয়া।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝির পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেওয়ান সফিকুজ্জামান, অ্যাডঃ জহির উদ্দিন বাবর, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজী, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক জুনায়েদ হোসেন মোকতার, শহর জামায়াতের আমীর অ্যাডঃ শাহজাহান মিয়া, জেলা যুবদল সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, সহ-সভাপতি ও শহর যুবদলের আহ্বায়ক আঃ কাদির বেপারী, জেলা ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ বাহার, শহর শিবিরের সভাপতি মোস্তফা কাউছার প্রমুখ।