প্রতিনিধি
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫মবারের মতো ৮৩ ঘন্টার দেশব্যাপী ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচির ৪র্থ দিন গতকাল ২৪ ডিসেম্বর মঙ্গলবার চাঁদপুর জেলা বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট শান্তিপূর্ণভাবে মিছিল করেছে। অবরোধের সমর্থনে ১৮ দলীয় জোট নেতা-কর্মীরা চাঁদপুর শহরের ২টি স্পটে টায়ারে আগুন ধরিয়ে রাখে।
এরা চাঁদপুর-লাকসাম রেলপথের মিশন রোড এলাকার রেললাইনে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের উত্তর রালদীয়া এলাকায় গভীর রাতে অবরোধ সমর্থকরা বিশাল আকাড়ের বনবিভাগের একটি গাছ কেটে রাস্তায় ফেলে জন ও যানবাহন চলাচলে মারাত্মকভাবে বিঘœ ঘটায়। গাছ কেটে ফেলে রাখার কারণে রাস্তার দুৃ’পাশে পণ্যবাহী বেশ কিছু যান বাহন দীর্ঘসময় আটকা পড়ে। সকাল ৮ টায় চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক বিমল কর্মকার সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার সহায়তায় ঐ গাছ অপসারণ করতে সক্ষম হয়।
এসময় সাংবাদিকরা কাঁটা গাছের ছবি তুলতে গেলে ঐ পুলিশ কর্মকর্তার সাথে মতবিরোধ দেখা দেয়। তাছাড়া জেলা ছাত্রদলের একাংশ অবরোধের পাশাপাশি অর্ধদিবস হরতাল আহ্বান করলে হরতাল সমর্থকরা শহরের মিশন রোড, স্টেডিয়াম রোড, বাস স্টেশন ও ষোলঘর এলাকার রাস্তার বেশ কয়েকটি স্থানে ইট ফেলে ও টায়ারে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করে।
অপরদিকে জেলা বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সকাল সাড়ে ১০ টায় জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় দলীয় নেতা-কর্মীরা রাস্তায় বসে পরে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে। এর কিছু সময় পর শহরে একটি বড় বিক্ষোভ মিছিল করেছে। এর পূর্বে ভোর রাত থেকে অবরোধের সমর্থনকারীরা বিভিন্ন ওয়ার্ড থেকে অবরোধের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে এসে জমায়েত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি এসএম কামাল উদ্দিন চৌধুরী ও অ্যাডঃ সলিমুল্লা সেলিমের নেতৃত্বে ১৮ দলীয় জোটের কয়েকশতাধিক নেতা-কর্মীর সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে কালীবাড়ি মোড়, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, হাজী মহসীন রোড ও নতুন বাজার হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, আক্তার হোসেন মাঝি, সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান গাজী, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস আলম বাবু, জেলা যুবদল সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, শহর যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের বেপারী, যুগ্ম আহ্বায়ক দ্বীন মোঃ জিল্লু, জেলা ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর কাউন্সিলার বিএনপি নেতা আলী আহমেদ সরকার, ডিএম শাহজাহান, জেলা জামায়াতের সেক্রেটারী বিল্লাল হোসেন মিয়াজী, সদর থানা জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম প্রধান, সেক্রেটারী অধ্যপক আরিফুল্লা, শহর জামায়াতের আমীর অ্যাডঃ শাহজাহান মিয়া, খেলাফত মজলিসের সেক্রেটারী জুনায়েদ হাসান মোখতার, শহর ছাত্রশিবিরের সভাপতি মোস্তফা কাউছার, সেক্রেটারী ইসমাইল হোসেনসহ অন্যান্যরা। অবরোধের ২য় দিন জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের বেশ কিছু কর্মী যাত্রীবাহী রিক্সার গতিরোধ করে। তখন তারা পাকা টমেটু হাতে নিয়ে নিক্ষেপ করার চেষ্টা করে। বিষয়টি দূর থেকে দেখে অনেকই ককটেল আতঙ্ক বিরাজ করে। মূলতঃ এগুলো ছিল লাল রঙের পাকা টমোটো।
অপরদিকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের বাসস্টেশন এলাকায় অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে। জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডঃ জাহাঙ্গীর খান, সদস্য সচিব হযরত আলী বেপারী, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেরাজ চৌকদার, স্বেচ্ছাসেবক দলনেতা খোকন মিয়াজী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ খোকন, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ জিতু, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক ছোটন বেপারীসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা এই স্থানে অবরোধের সমর্থনে মিছিল করে।
শিরোনাম:
সোমবার , ১৮ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ৫ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।