মিজান লিটন ==
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩য়বারের মত ১৮ দলীয় জোটের ফের ৭২ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন চাঁদপুরে দু’-একটি বিশৃঙ্খল ঘটনার মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল ৮ ডিসেম্বর রোববার সকাল থেকেই চাঁদপুরে ১৮ দলীয় জোট নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে জমায়েত হতে থাকে। সকাল সাড়ে ১০টায় জেলা ১৮ দলীয় জোটের পক্ষ থেকে অবরোধের সমর্থনে জেলা বিএপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এস এম কামাল উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, সেলিমুস সালাম, অ্যাডঃ জহির উদ্দিন বাবার, আক্তার হোসেন মাঝি, সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান গাজী, যুব বিষয়ক সম্পদক ফেরদৌস আলম বাবু, দপ্তর সম্পাদক মাহবুব আনোয়ার বাবলু, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, শহর যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের বেপারী, জেলা ছাত্রদলে সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা জামায়াতের সেক্রটারী বিল্লাল হোসেন মিয়াজি, সদর থানা জামায়াতে ইসলামীর আমীর জাহাঙ্গীর আলম প্রধান, শহর জামায়াতের আমীর অ্যাডঃ শাহজাহান মিয়া, সেক্রেটারী অধ্যাপক আরিফুল্লাহ্, শহর ছাত্রশিবির সভাপতি মোস্তফা কাউছার, সেক্রেটারী ইসমাইল হোসেন প্রমুখ।
অবরোধকারীরা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাট থেকে শুরু করে মহাময়া পর্যন্ত শনিবার রাতেই সামাজিক বনায়নের বেশ কিছু সরকারি গাছ কেটে রাস্তার উপর ফেলে রাখে। এছাড়া ঐ রাতে বাবুরহাট এলাকায় অবরোধ সমর্থকারীরা বেশ কিছু ছোট যানবাহন ভাংচুর করে। ঘোষের হাট নামক স্থানে টায়ারে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করে। বাবুরহাট ও কুমাড়ডুগী এলাকায় ইউনিয়ন ১৮ দলীয় জোট নেতা-কর্মীরা পুলিশের গ্রেফতারের আতঙ্কে থাকায় তেমন কোন নেতা-কর্মীকে মাঠ পর্যায়ে পিকেটিং ও মিছিল করতে দেখা যায়নি। অপরদিকে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুলের নেতৃত্বে বিএনপি অঙ্গ-সংগঠন নেতা-কর্মীরা বাস স্টেশন এলাকায় অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে। একই সাথে জেলা স্বেচ্ছাসেবকদল মিছিল ও পিকেটিং করে।
ঐ মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কাজী গোলাম মোস্তফা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডঃ জাহাঙ্গীর খান, সদস্য সচিব হযরত আলী বেপারী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশুসহ বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এদিকে সকাল সাড়ে ১০টায় ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর সামনের রাস্তায় খঁরকুটা দিয়ে একটি মূর্তি তৈরি করে তেল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কিছু রিক্সায় তারা হামলা চালিয়ে ভাংচুর করে। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপর বড় বড় গাছ কেটে ফেলে রাখার কারণে ছোট বড় সবধরনের যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘিœত হয়। ভোর রাতে পন্যবাহী বড় বড় ট্রাক মালামাল নিয়ে পালবাজারে আসার পথে তারা নিজেরাই ঐসব গাছ রাস্তার উপর থেকে সরিয়ে যানবাহন চলাচল করিয়েছে। এ অবরোধের কারণে সিএনজি স্কুটার, অটো বাইক চলাচল দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকে। দুপুর গড়ার সাথে সাথেই শহরে এসব যানবাহন চলাচল শুরু করে। চাঁদপুর থেকে সড়ক পথে আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেরে যায়নি। ট্রেন ও লঞ্চ চলাচল করেছে স্বাভাবিকভাবে।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।