চাঁদপুর প্রতিনিধি – এসএসসি পরীক্ষায় বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনে পরীক্ষার্থীদের প্রত্যক্ষভাবে সহযোগিতার অভিযোগে চাঁদপুর শাহতলী এলাকার জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমকে আজীবনের জন্য এসএসসি পরীক্ষাসহ সব ধরনের পাবলিক পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ওই শিক্ষক সদর উপজেলার ৪ নম্বর কেন্দ্রের অধীন হাপানীয়া এমএম নূরুল হক উচ্চ বিদ্যালয়ের ২ নম্বর কক্ষে বৃহস্পতিবার পরীক্ষা গ্রহণের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
একই দিন মতলব দক্ষিণ উপজেলার জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক শাহাদাত হোসেনকে একই অভিযোগে নিজ বিদ্যালয় কেন্দ্র থেকে হাজীগঞ্জের দেশগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ কাদেরকে হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্র থেকে, হাজীগঞ্জের বলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামকে একই কেন্দ্র থেকে, ফরিদগঞ্জের গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে গপুর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক, আষ্টা মহামায়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাৎ হোসেন এবং উভরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ হোসেনকে এক বছরের জন্য এসএসসি পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কর্তব্যরত ম্যাজিস্ট্রেটরা ওইসব শিক্ষকদের দায়িত্ব অবহেলা, অসদাচরণ এবং নকলে সহযোগিতার বিষয়টি হাতেনাতে ধরে তাদের বিরুদ্ধে উল্লেখিত সিদ্ধান্ত গ্রহণ করেন।
একদিনে চাঁদপুর জেলা থেকে একসাথে ৭ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান এবং একজনকে সারাজীবনের জন্য অব্যাহতি প্রদানেরঘটনা এই প্রথম।
এ বিষয়ে চাঁদপুর জেলার পরীক্ষা নিয়ন্ত্রক ও জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন বলেন, কিছু কিছু কেন্দ্রে শিক্ষকদের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। প্রশাসনের আন্তরিক চেষ্টা থাকা সত্ত্বেও সামান্য ফাঁক পেলেই কিছু শিক্ষক পরীক্ষার্থীদের নকলে সহায়তা করছে। তবে এদের কাউকেই ছাড় দেয়া হবে না। কোন অসদচারণ প্রত্যক্ষ হলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে। এমনকী প্রয়োজনে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল জরিমানা করা হবে।
এদিকে বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৮ ছাত্রকে এবং দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ছাত্র-ছাত্রীরা হলো ঃ হাজীগঞ্জের রাজারগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মানবিক বিভাগের ছাত্র মোঃ সোহেল (রোল-৬০৫৭৮৬), মতলব উত্তর উপজেলার ছেংগারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের শরিফউল্যা উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শাখার ছাত্র মোঃ কামাল (রোল-৫৭৩৫০২), বদরপুর আকবর আলী খান কেন্দ্রে বাগানবাড়ি আইডিয়েল একাডেমির ব্যবসা শিক্ষা শাখার ছাত্র কাউছার হোসেন (রোল-৫৭৪০১১), কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র মোঃ আনোয়ার হোসেন (রোল-৩৫৮৩৭১), শাহরাস্তি উপজেলার শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র মোঃ রিয়াদ হোসেন (রোল-৫৭৪৭৩৯), চিতোষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র সফিউল বাশার (রোল-১৫৭০৬২), কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কাছিয়ারা উচ্চ বিদ্যালয়ের ব্যবসা শিক্ষা শাখার ইসমাইল হোসেন (রোল-৫৭৭৩৫৪), সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবসা শিক্ষা শাখার ছাত্র আবু ইউছুফ (রোল-৫৭৭১৬৫), পালাখাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র হাবিবুর রহমান (রোল-১৫৭৯৯১) এবং হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ কামিল মাদ্রাসা কেন্দ্রে নেছারাবাদ ছালেহিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী রুনা আক্তার (রোল-২৬৩৭৫০)।
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।