শওকত আলী॥
চাঁদপুর শহরের বড় ষ্টেশন মাছঘাট, হরিনা ফেরিঘাট ও ট্রলারে অভিযান চালিয়ে ২ হাজার কেজি অবৈধ চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৩১ মার্চ) গভীর রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা অভিযান চালিয়ে এসব চিংড়ি জব্দ করেন। শুক্রবার দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এম. এনায়েত উল্যাহ বলেন, শুক্রবার দুপুরে চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল কোস্টগার্ড স্টেশন এলাকায় মাছগুলো মাটিতে পুতে পেলার নির্দেশ দেন। প্রতিটি চিংড়ি মাছের মাথা এবং খোলশের ভিতর প্রচুর পরিমান জেলির অবস্থান ছিলো এবং এই জেলি মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিটুস লরেন্স চিরান ও উপজেলা ম্যস্য কর্মকর্তা উপস্থিতিতে ইচুলী কোস্টগার্ড সিজি ষ্টেশন এলাকায় মাটিতে পুতে রাখা হয়। এসব চিংড়ির আনুমানিক মূল্য ১০লক্ষ টাকা বলে জানান কমান্ডার।