—————————-
গাজায় মুসলমান নর-নারী ও শিশুদের ওপর যে অমানবিক হামলা শুরু হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়
ফিলিস্তিনী মুসলমানদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল ১৬ আগস্ট শনিবার সকাল ১১টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিল বের হয়। এ সময় কালো পতাকা মিছিলে জেলা বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা জামায়াতে ইসলামসহ ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলটিতে অংশগ্রহণকারী নেতাকর্মীবৃন্দ ব্যানার ও কালো পতাকা হাতে পুরো শহর প্রদণি করে জেলা জাতীয়তাবাদী দল কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে জেলা জাতীয়তাবাদী দল কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতাকর্মীদের সামনে সভাপতির বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি এস এম কামাল উদ্দিন চৌধুরী।
এ সময় তিনি সভাপতির বক্তব্যে বলেন, আজ গাজায় মুসলমান নর-নারী ও শিশুদের ওপর যে অমানবিক হামলা শুরু হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এই সরকার মুসলমানদের ওপর এতো বড় হামলার পরও আমাদের মুসলমান ভাইবোনদের জন্যে কোনো ধরনের শোক প্রকাশ বা সহযোগিতার হাত বাড়ায়নি। তাতে বুঝা যাচ্ছে এই সরকারের মেরুদণ্ড নেই। আমি হামাসকে ধন্যবাদ জানাই যে, হামাস বিশ্বের অন্যতম একটি শক্তিশালী দল হিসেবে গাজায় মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে ইসরায়েলের ওপর হামলা চালিয়ে তাদের শক্তির জানান দিচ্ছে। এ ধরনের হামলার পর কোনো মানুষ ঘরে নিশ্চুপ থাকতে পারে না। আমরা ইসরায়েলের নর-নারী শিশুদের প্রতি ন্যাক্কার জনক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
চাঁদপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মাঝি ও সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি শরীফ মো. ইউনুছ, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুনীর চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও শহর জামায়াতে সাধারণ সম্পাদক অ্যাড. শাজাহান মিয়া, অ্যাড. শাহজাহান মিয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. কামাল উদ্দিন, জেলা যুবদল সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, মহিলা দল নেত্রী অ্যাড. মুনিরা চৌধুরী, ছাত্রদল সাবেক সভাপতি মানিকুর রহমান মানিক, সাবেক জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা ছাত্রদল আহ্বায়ক ফয়সাল গাজী বাহার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি, আবুল হাসানাত, ছাত্রদল নেতা মোজাম্মেল হক, ইয়াকুব বিন সায়েদ লিটন, জুলহাস জুয়েল, ইসমাইলসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীগণ।