স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর জেলায় সোমবার (৩১ মে) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিকেলে চাঁদপুর আবহাওয়া কর্মকর্তা শাহ্ মুহাম্মদ শোয়েব ফোকাস মোহনাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, চাঁদপুরে দুপুর থেকে বিকাল ৩টা পর্যন্ত বৃষ্টিাপাত রেকর্ড হয় ২৫ মিলিমিটার। প্রতি ৩ ঘন্টা পর পর এটি নির্ণয় করা হয়। এছাড়া আজকে চাঁদপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে খোঁজ নিয়ে জানাগেছে, আজ দুপুরে জেলার মতলব উত্তর, মতলব দক্ষিন, কচুয়া, শাহরাস্তি, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ সদর ও হাইমচরে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির কারণে জেলাবাসীর মধ্যে স্বস্থি ফিরে এসেছে।