স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর শহরের হুয়াখোলা থেকে আটক ২ গাঁজা সেবনকারিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রমমান আদালত। সোমবার গভিররাতে মডেল থানার এসআই রাশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটকৃতরাহল, গুয়াখোলার হারুনের ছেলে রাছেল(২৫) ও বড়স্টেশনের নাছিরউদ্দিনের ছেলে সুজন পাঠান(২৫)। সোমবার দুপুরে আটকৃতদের পুলিশ ভ্রম্যমান আদালতে মাধ্যমে ৩ জনকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন সদর ভূমি কর্মকতা(এসিলেন্ড)চৌধুরি আশরাফুল করিম। পুলিশ জানায়, গভির রাত শহরের বিভিন্ন এলাকায় মাদকাক্ত যুবকরা গজাাঁ সহ বিভিন্ন মাদক সেবন করে। এই সংবাদের ভিত্তেতে তাদের গাঁজা সেবনকালে তাদেরকে আটক করে পুলিশ। চাঁদপুর শহর থেকে মাদক নিমূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।