স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুরে চলমান এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি যাওয়ার সময় ৩ শিক্ষার্থীকে সংঙ্গবদ্ধ সহপাঠীরা কুপিয়ে রক্তাত্ত জখম করেছে বলে আহতদের সূত্রে জানা যায়।
মঙ্গলবার বিকেল ৪টায় শহরের গনি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে কৃষি শিক্ষা (ব্যবহারিক) পরীক্ষা দিয়ে ঘোষ পাড়া এলাকা দিয়ে বাড়ি যাওয়ার সময় এ হামলা ঘটনা ঘটে।আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে এলে খবর পেয়ে আক্রমন কারীরা পুনরায় হাসপাতালে এসে আক্রমন চালায় । এ সময় আহতদের সহপাুটিরা খবর পেয়ে এসে আক্রমন কারীদের ্উপর হামলা চালালে ২টি দলের সূষ্টি হয়ে সংষর্ষ বাধে । পুলিশ তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ত্রনে আনতে লাঠি চার্জ করে এতে কমপক্ষে ১৫জন ছাত্র ও পথচারী আহত হয় বলে আহত ছাত্রদের অভিভাবক ও এলাকাবাসী জানায়।
আহতরা হলেঃ শহরের গুয়াখোলা এলাকার মোঃ হাসান গাজীর ছেলে মোঃ রিয়াম (১৬), জোড়পুকুর পাড় এলাকার আবুল খায়েরের ছেলে আসিফ আহম্মেদ রিয়াজ (১৬) ও পালপাড়া এলাকার মাহমুদুল হাসান রিয়াদ (১৭)। শিক্ষার্থীরা আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
বর্তমানে আহত শিক্ষার্থীরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।