মিজান লিটনম ॥
দেশব্যাপি ‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এ শ্লোগানকে সামনে নিয়ে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৮’ শুরু হচ্ছে আগামি ১৪ জুলাই, শনিবার। চাঁদপুরে এর লক্ষ্যমাত্রা ৩ লাখ ২১ হাজার ১ শ’৭৬ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ব্যাপারে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে বুধবার দুপুরে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ সইদুজ্জামান এর সভাপতিত্বে ও মেডিক্যাল অফিসার ডাঃ খালেদ জাহান ফাহিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ার ও সাধারণ সম্পাদক মির্জা জাকির। এছাড়াও উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শাহ মোহম্মদ মাকসুদ আলম, গোলাম কিরীয়া জীবন, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জিএম. শাহীন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি পার্থনাথ চক্রবর্তী ও সাংবাদিক আহসান উল্যাহ।
সারা দেশের ন্যয় চাঁদপুরেও আগামি (১৪ জুলাই) শনিবার ৬ মাস থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে উচ্চক্ষমতাসম্পন্ন ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সের শিশুকে ১ টি লার রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রাপ্ত সূত্র মতে, ওই দিন চাঁদপুর জেলার ৮ উপজেলায় ৭টি পৌরসভা, ৯২টি ইউনিয়নে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৫ হাজার ৯ শ’ ৫৯ জন শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সের ২ লাখ ৮৫ হাজার ২শ ’১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে।
শিরোনাম:
শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।