শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের ফ্লাট বাসায় অভিযান চালিয়ে ৩ হাজার পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়িকে অস্ত্র ও মাদক মামলায় আসামি করে আদালতে প্রেরন করে। সোমবার দুপুরে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই ওলিউল্লা আটক রফিকুল ইসলাম সবুজকে ২ টি মামলায় ও আরিফুর রহমানকে ১টি মাদক মামলায় আদালতে প্রেরন করে।
গতকাল রবিবার দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের বিষনদী মাদ্রাসারোডে একটি বাসায় অভিযান চালায়। এসময় ৩ হাজার পিচ ইয়াবা, ইয়াবা বিক্রীর ২ লক্ষ টাকাসহ মাদ্রসা রোডের নবী হোসেন মিজির ছেলে রফিকুল ইসলাম (২৮) ও ট্রেকনিকেলের আবদুল রশিদ গাজীর ছেলে আরিফুর রহমান(৩২) কে আটক করে। এসময় রফিকুল ইসলামের বাসা তল্লাশী করে দেশী ও বিদেশী ধারালো অস্ত্র উদ্ধার করে। আটককৃত আরিফুর রহমান আরিফ গাজী ডিবি পুলিশের সোর্স হিসেবে দির্ঘদিন যাবত কাছ করেছে বলে জানা যায়। আটক ২ জন আসামীকে আদালতে প্রেরন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরন করে।