শওকতআলী:
প্রতি বছরের ন্যায় এবছরও চাঁদপুরে ৪ দিন ব্যাপী বই মেলা উদ্বোধন হয়েছে। বিকেলে কেন্দ্রিয় শহীদ মিনার পাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের এ বাংলাদেশের সূত্রপাত হয়েছিল ভাষা আন্দোলনে মধ্য দিয়ে। ভাষা আন্দোলনের নেতৃেত্বর মূল নায়ক ছিলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ^বিদ্যালয়ে আইন বিভাগে পড়া লেখা করতেন। সেখান থেকেই তিনি ভাষা অন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা এনেছিলো সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনে কাজ করে যাচ্ছেন। দেশকে রোল মডেলে এগিয়ে নিয়ে যাচ্ছে। চাঁদপুরে শিক্ষা, সংস্কৃতি ও আইন শৃঙ্খলা দিক দিয়ে এগিয়ে আছে।
তিনি আরো বলেন, বই আমাদের নিত্য দিনের বন্ধু। সকল বয়সের মানুষের জন্যই বই। যারা সংস্কৃতি প্রেমী মানুষ তাদের এখনো মনের খোরাক হচ্ছে বই। নিয়মিত বই পাঠ করলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আমাদের সংস্কৃতি ও ছেলে মেয়েদের স্মৃতি বিকাশের জন্য বইয়ের গুরুত্ব অপরিসীম।
একেুশে বই মেলা কমিটির আহ্বায়ক কাজী শাহাদাতের সভাপতিত্বে এবং সদস্য সচিব শহীদ পাটওয়ারীর পরিচালানায় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা শিল্পাকলা একাডেমীর কালচারাল কর্মকর্তা আবু সালেহ্ মো. আব্দুল্লাহ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নুরুল ইসলাম নুরু, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি পীযূষ কান্তি রায় চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব এ কে আজাদ, বাগাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন নান্নু, মাস্টার লাইব্রেরীর সত্ত্বাধীকারি মো. জসিম উদ্দিন পাটওয়ারীসহ স্থানীয় পত্রিকার সংবাদকর্মীরা।
পরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদসহ অতিথিরা মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন। এবার মেলায় ২৩ টি দোকান অংশ নিয়েছে।
শিরোনাম:
রবিবার , ২০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।