অভিজিত রায় ॥
“ সমবায় উদ্দ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন ” এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে পালিত হয়েছে ৪৪ তম জাতীয় সমবায় দিবস। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক ( সার্বিক ) মোহাম্মদ লুৎফর রহমান। তিনি বক্তব্যে বলেন সমবায় হচ্ছে সমাষ্টিগত বিষয়। আমাদের যা কিছু বড় অর্জন তা সকলের একত্রিত প্রচেষ্টা সম্ভব হয়েছে। সরকার সকল ক্ষেত্রে সমবায়ীদের সহযোগিতায় কাজ করে যাচ্ছে বর্তমান সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে সকল সমবায়ীদের আন্তরিক হতে হবে। সকলের প্রচেষ্টায় সরকারের এ রুপকল্প সঠিক সময়ে বাস্তবায়ন হবে বলে আমি বিশ্বাস করি। তাই আমদেরকে সেই লক্ষ্য অর্জন স্বস্ব স্থান থেকে কাজ করতে হবে।
বাংলাদেশ সমবায় ব্যাংকের পরিচালক ও চাঁদপুর সেন্টাল কো- অপারেটিভ ব্যাংক লিমিটেডের সভাপতি আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকতা ( ভারপ্রাপ্ত ) রফিকুল ইসলাম ।জেলা সমবায় পরিদর্শক আঃ মোতালেব হোসেনের পরিচালনায় অন্যনর মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ও জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডঃ জহিরুল ইসলাম ,চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মামুনুর রশিদ , বিআরডিবির উপপরিচালক এস এম জুয়েল আহম্মেদ,চাঁদপুর সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের সম্পাদক আলী আরশাদ মিয়া ,দি – চাঁদপুর মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটির সভাপতি ইকবাল আযম,যুবদারা সঞ্চয় সমবায় সমিতির সভাপতি জুলহাস হোসেন প্রমুখ । এর আগে অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমীর সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উওোলন শেষে শহরে বন্যাঢ্য র্যালী বের করা হয় । সমবায় অফিসের কর্মকতা ও বিভিন্ন সমিতির নেতৃবৃন্দের মাধ্যমে চাঁদপুর স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ।