মিজান লিটন :
চাঁদপুরে রবিবার থেকে ৪৮ গ্রামের মানুষ রোজা রাখবে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের পীর আল্লামা ইসহাকের অনুসারীরা প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখেন।
সদর উপজেলার মনিহারসহ ৮টি, হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, আলীপুরসহ ১৫টি, ফরিদগঞ্জ উপজেলার বাসারা, সুরঙ্গছাইলসহ ২০টি এবং মতলব দক্ষিণ উপজেলার ৫টি গ্রামে রোজা রাখা শুরু হচ্ছে।
আগাম রোজা রাখার বিষয়টি নিশ্চিত করে পীর আল্লামা ইসহাকের ছেলে মুফতি যাকারিয়া চোধুরী বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি।’
সৌদি আরবের সঙ্গে মিল রেখে পীর আল্লামা ইসহাক ১৯২৮ সাল থেকে রোজা রাখা শুরু করেন। তবে একই ভূখণ্ডে পাশাপাশি গ্রামে আগেপরে রোজা রাখা নিয়ে মতভেদও রয়েছে এসব এলাকায়।