চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে শহীদ মিনার প্রাঙ্গণে ৪ দিনব্যাপী বই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টায় মেলা উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (এসপি) আমির জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ প্রমুখ।
আযোজক কমিটি সূত্রে জানা যায়, মেলায় ৩০টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্যে উন্মুক্ত থাকবে।
প্রথম দিনে স্কুল শিক্ষার্থীদের উপছে পড়া ভিড় লক্ষ করা গেছে। মেলা আগামী শনিবার পর্যন্ত চলবে।