চাঁদপুর: স্থানীয় সরকার নির্বাচন এক সময় উৎসব হলেও এখন তেমন চোখে পড়ে না। তবে আগের মত মিছিল ও করোনার কারণে অনেকেই স্বাস্থ্য সচেতন হওয়ার কারণে লোকজন গণজমায়েত করছে কম। তারপরেও চায়ের দোকান ও নির্বাচনী এলাকার সকল কাজেই প্রসঙ্গ থাকতো নির্বাচন।
চলতি মাসের ১৪ ও ২৮ তারিখে চাঁদপুরের কচুয়া, ফরিদগঞ্জ, মতলব ও শাহরাস্তি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সাথে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে নির্বাচনের তারিখ ২৮ ফেব্রুয়ারি।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ১৪ ফেব্রুয়ারি কচুয়া ও ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন। ২৮ ফেব্রুয়ারি শাহরাস্তি ও মতলব পৌরসভায়।
উল্লেখিত ৪ পৌরসভার মধ্যে ৩টিতে আওয়ামী লীগ বর্তমান মেয়রদেরকে পুন:রায় মনোনয়ন দিয়েছেন। শুধুমাত্র ফরিদগঞ্জ পৌরসভায় নতুন মুখ বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। বিএনপি থেকে ফরিদঞ্জ ও শাহরাস্তিতে নতুন প্রার্থী এবং কচুয়া ও মতলব পৌরসভায় সাবেক দুই মেয়রকে আবারও ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।
এসব নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের প্রচারনা থাকলেও বিএনপি প্রার্থীদের নির্বাচনী প্রচারনা অনেকটা নিরবতা পালনের মত। তবে নির্বাচনের দিন চাঁদপুরসহ অনেক পৌরসভাই দেখা যায় বিএনপি প্রার্থীরা ভোট গ্রহনের দিন কিছু সময় পার হলে সংবাদ সম্মেলন করে নানা অভিযোগ তুলেন। কিন্তু নির্বাচনের আগে তাদের তৎপরতা অনেকটাই চোখে পড়ে না।
এদিকে সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা সকল প্রার্থীকে দেয়ার কথা বলা হচ্ছে সব সময়।
ইতোমধ্যে কচুয়া ও ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও সু-শৃঙ্খলভাবে নেয়ার লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে শনিবার চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে জেলা প্রশাসক বক্তব্যে বলেছেন, নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেয়া হবে না।
চাঁদপুরনিউজ/এমএমএ/