চাঁদপুর: যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবীতে বুধবার সকালে চাঁদপুরে মহান স্বাধীনতা যুদ্ধে ৪শহীদের ৪২তম মৃত্যু বার্ষিকী ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়।
কর্মসূচীর মধ্যে ছিলো শোক র্যালী, মুক্তিসৌধে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কবিতা পাঠের আসর।
উল্লেখ্য, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য বোমা বানাতে গিয়ে ৩ এপ্রিল বিকেল ৪টার সময় বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র কালাম, খালেক, সুশীল ও সংকর নিহত হয়। প্রতি বছরের ন্যায় এবারও দিবসটি ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিকদল, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বহু শিক্ষার্থী অংশ গ্রহন করে।
মুক্তিসৌধে আরো বক্তব্য রাখেন, জীবন কানাই চক্রবর্তী, গোলাম মোস্তফা, আবুল কালাম পাটওয়ারী, বিনোদ বিহারী, অজিত সাহা প্রমূখ। বক্তাগণ অবিলম্বে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করা এবং জামায়াত-শিবির রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানান।
শিরোনাম:
বুধবার , ২৬ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।