চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরে শিবিরকর্মীরা সড়ক অবরোধের চেষ্টাকালে ৪ শিবিরকর্মীকে আটক করে পুলিশ। রোববার রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব মোরশেদ জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষের হাট এলাকায় শিবিরকর্মীরা সড়ক অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে টহল পুলিশ গিয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এসময় ৪ শিবিরকর্মীকে আটক করে থানায় নিয়ে আসে বলে জানান ওসি।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, শিবিরের যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ সদা তৎপর রয়েছে।