সিনিয়র করেসপন্ডেন্ট: চাঁদপুরে কোস্টগার্ড ও নৌ পুলিশের পৃথক অভিযানে ৪ হাজার ২শ’ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এসময় জাটকা পরিবহনের সময় একটি পিকআপ ভ্যান ও অটোরিক্সাসহ ৬ পাচারকারীকে আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, রবিবার মধ্যরাতে শহরের কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি জাটকাসহ ৬পাচারকারীকে আটক করা হয়। এসময় জাটকা পরিবহনের সাথে জড়িত একটি পিকআপ ভ্যান ও অটোরিক্সা জব্দ করা হয়।
পরে সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে। জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
অপর এক অভিযানে হরিণা নৌ ফাঁড়ি পুলিশ সদর উপজেলার বহরিয়া এলাকায় মেঘনা নদীর পাড়ে কলাগাছের বাগান থেকে প্রায় ৩ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি। পরে সোমবার সকালে স্থানীয় গরিব ও হতদরিদ্র মানুষের মাঝে জব্দকৃত জাটকা বিতরণ করে পুলিশ।
চাঁদপুরনিউজ/এমএমএ/