চাঁদপুর নিউজ রিপোর্ট
আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল ও স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটি কর্তৃক দেশের ৩শ’ আসনের মনোনয়ন প্রত্যাশিদের ফরম সংগ্রহ করে জমা দেয়ার তারিখ ঘোষণা করে। সে লক্ষে চাঁদপুর জেলার ৫টি আসনের গতকাল প্রথম দিনে ৪জন মনোনয়ন প্রত্যাশি এ ফরম সংগ্রহ করেন। এরা হচ্ছেন ঃ চাঁদপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্তমান এমপি ও স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর, চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বর্তমান এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক জাকির হোসেন মারুফ ও চাঁদপুর-৫ আসনে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি এটর্নি জেনারেল, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা অ্যাডঃ নূরজাহান বেগম মুক্তা।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৬ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।