চাঁদপুর: চাঁদপুরে ন্যায্য মূল্যের ডিলার নয়ন (খাদ্য বিক্রেতা) প্রতিবন্ধী যুবক শ্রী অর্জুন সেন(৩০) এর কাছে ৫শ’ টাকা ভাংতি চেয়ে না’পাওয়ায় মদ্যপ পান অবস্থায় একজন হিন্দু প্রতিবন্ধী যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারী নয়ন ও তার সাথে থাকা লোকজন প্রতিবন্ধী যুবক শ্রী অর্জুন সেনের জীবন-জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন কম্পিউটারের মাধ্যমে গানলোড,ফ্যাক্যি লোডের মোবাইল ও মোবাইল মেরামতের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ৪০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে।
এ ঘটনায় আহত প্রতিবন্ধী যুবক শ্রী অর্জুন সেনকে তাৎক্ষনিক এলাকাবাসী উদ্বার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিচেছ।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাত অনুমান ১২টায় চাঁদপুর শহরের বকুলতলা এলাকার রেলওয়ে কোয়াটারে গড়ে উঠা শরীফ সরকার মাকেটের শ্রী অর্জুন সেনের দোকানে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ করা হয়েছে। ঘটনার পর ঘটনাটি অবগত হয়ে চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও ছাত্রনেতা মো: সোহেল রানা বিষয়টি মিমাংশা করার আশ^াস প্রদান করেছেন।
সরোজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা গেছে,গতকাল শুক্রবার রাত অনুমান সাড়ে ১০টায় চাঁদপুর শহরের ৬নং ওয়ার্ডের ন্যায্য মূল্যের ডিলার নয়ন (খাদ্য বিক্রেতা) মদ্যপ পান অবস্থায় পালবাজার সংলগ্ন বকুলতলা রোডস্থ প্রতিবন্ধী যুবক শ্রী অর্জুন সেনের কাছে ৫শ’ টাকা ভাংতি চায়।
এ সময় যুবক অর্জুনের কাছে ৫শ’টাকা ভাংতি না থাকায় সে ডিলার নয়নকে ৫শ’টাকা ভাংতি দিতে পারেনি। এতে করে ডিলার নয়ন ভাংতি না পাওয়ায় উত্তেজিত হয়ে অর্জুনকে গালমন্দ করে চলে যায়।
পরবর্তীতে রাত অনুমান ১২টায় ডিলার নয়ন মদ্যপ অবস্থায় তার সাথে থাকা একদল লোকসহ পুনরায় বকুলতলা এলাকার প্রতিবন্ধী যুবক শ্রী অর্জুন সেনের কাছে ৫টাকা ভাংতি চায়। সে সময় অর্জুন ৫শ’টাকা ভাংতি আছে, দেওয়া যাবে বলে। বলার সাথে সাথে ন্যায্য মূল্যের ডিলার নয়ন উত্তেজিত হয়ে কেন পূর্বে ৫শ’টাকা ভাংতি নাই বললি,এ বলে প্রতিবন্ধী যুবক শ্রী অর্জুন সেনকে বেদমভাবে পিটিয়ে,কিলঘুষি ও লাথি মেরে মারাত্বক ভাবে রক্তাক্ত জখম করে দোকানের ভিতরে ফেলে দেয়।
এ সময় ডিলার নয়ন ও তার সাথে থাকা লোকজন কম্পিউটারের মাধ্যমে গানলোড,ফ্যাক্যি লোডের মোবাইল ও মোবাইল মেরামতের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ২টি মনিটর,৩টি মোবাইল,দোকানের সোকেস,গ্লাস পাটিশান ও বিভিন্ন প্রকার আসবাবপত্রসহ প্রায় ৪০হাজার টাকার মালামাল ভাংচুর করে ক্ষতিসাধন করেছে।
আহত অর্জুন জানান, তাকে পিটিয়ে আহত করার সময় এলাকা এইছ শরীফ,মুহিদ,কিষান,বাজারের নাইট গার্ড হান্নানসহ বহু এলাকাবাসী উপস্থিত ছিল। এ সময় অনেকে এগিয়ে আসলে মদ্যপ অবস্থায় ডিলার নয়ন তাদের উপরও চড়াও হয় এবং অনেককে আঘাত ও করেছে।