স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর নৌ-সীমানায় পুলিশ অভিযান চালিয়ে জাটকা নিধন কালে ৫হাজার মিটার কারেণ্ট জাল ২টি নৌকাসহ ১জনকে আটক করেছে। আজ শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নৌ-ফাঁড়ি ইনচার্জ সহিদুল ইসলাম ,এ.এস.আই ফারুক, এ.এস.আই মুনসুর সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মেঘনা নদীর লর্¹িমারারচর,আলুরবাজার,আখনের হাট,হরিনা এলাকায় এ অভিযান চালিয়ে ১জনকে আটক করলেও ্অনেক জেলে পালিয়ে যায় বলে পুলিশ সূত্র জানায়।
নৌ-ফাঁড়ি ইনচার্জ সহিদুল ইসলাম জানান,নিয়মিত অভিযান হিসেবে মেঘনা নদীতে চাঁদপুর নৌ-সীমানায় অভিযান চালান হয়। এ সময় লর্গিগমারারচর এলাকা থেকে প্রায় ৫হাজার মিটার কারেণ্ট জাল, ২টি জাটকা নিধনকারী নৌকাও দাসাদী এলাকার হাছান মোললার ছেলে জুয়েল মোললা(২৫)কে আটক করে নৌ- ফাঁড়িতে নিয়ে আসে। জব্দকূত কারেণ্ট গুলো নির্বাহি ম্যাজিষ্ট্রেট চৌধুরী আশরাফুল করিমের উপস্থিতে নৌ-ফাঁড়ির সামনে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
।