প্রতিনিধি
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুরের ৫টি উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্বে মনোনয়নপত্র দাখিলের পর দ্বিতীয় পর্ব দাখিলকৃত মনোনয়নপত্র পর্ব বাছাই শেষ হয়েছে।
গতকাল ৪ ফেব্র“য়ারি দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরের জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরুল্লাহ্ নুরীর নেতৃত্বে এবং জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমদ-এর সার্বিক সহযোগিতায় সকাল ৯টায় মতলব দক্ষিণ উপজেলার চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই পর্ব শেষ হয়। এ উপজেলার চেয়ারম্যান পদেঃ মোঃ আব্দুস শুক্কুর পাটওয়ারী, সিরাজুল মোস্তফা তালুকদার ও মোঃ মিজানুর রহমান খান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদেঃ মোঃ শাহজাহান মল্লিক, মোঃ আব্দুর রশিদ পাটওয়ারী ও মোঃ শওকত আলী দেওয়ান এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদেঃ রেহেনা আক্তার, আইরিন সুলতানা ও লক্ষী রাণী দাস-এর দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা হয়।
সকাল সাড়ে ১০টায় হাইমচর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ঃ সরদার মোঃ আব্দুল জলিল, মোঃ শাহজাহান মিয়া, মোঃ নুর হোসেন পাটওয়ারী, অ্যাডঃ মোখলেছুর রহমান ও হারুন-অর-রশিদ পাটওয়ারীর দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ হলেও চেয়ারম্যান পদে দাখিলকৃত আলহাজ্ব কায়কোবাদ চুন্নু সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ঃ মোঃ মনির হোসেন সরকার, জিএম ফজলুর রহমান, মোঃ রুবেল হাওলাদার এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ঃ সেলিনা আক্তার, নাজমা বেগম ও মাকছুদা বেগমের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
দুপুর ১২টায় মতলব উত্তর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ঃ অ্যাডঃ মোঃ ফজলুল হক সরকার, মোঃ নুরুল হক সরকার, মঞ্জুর আহমেদ মঞ্জু ও মোঃ আমান উল্যা সরকারের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
এ উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদেঃ আব্দুল গণি তপাদার, মিয়া মঞ্জুর আমীন স্বপন ও মোঃ মোসলেম উদ্দিন খান এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলেও আরিফুল ইসলাম ইমনের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা দেয়া হয়। এছাড়া ভাইস চেয়ারম্যান (মহিলা) পদেঃ শাহিনা আক্তার ও নিলুফা আক্তারের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়।
দুপুর ২টা ৩০ মিনিটে ফরিদগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদেঃ আলহাজ্ব মোঃ আব্দুল বারী মিয়াজী, শরীফ মোঃ ইউনুছ, এমএ হান্নান, আবু সায়েদ সরকার, দুলাল মিয়া, মোঃ জাকির হোসেন, মোঃ আমির আজম রেজা ও হারুন-অর-রশিদ-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলেও চেয়ারম্যান প্রার্থী মোঃ মোজাম্মেল, মোঃ আঃ মালেক (বুলবুল) ও নজরুল ইসলাম পাটওয়ারীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদেঃ মজিবুর রহমান, মোঃ হারুন-অর-রশিদ, শরীফ মোঃ আঃ কুদ্দুস মিয়া, মোঃ রেজাউল করিম, ওয়াহিদুর রহমান খান, মুকুল হোসেন ও সাহাদাত হোসেন পাটওয়ারী এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদেঃ জোবেদা মজুমদার খুশি, রেবেকা সুলতানা, রীনা নাছরিন ও ফাতেমা খান-এর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
বিকেল ৪টায় চাঁদপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদেঃ মোঃ সেলিম খান, মোঃ আফজাল হোসেন, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, মোঃ মহসীন খান, আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী, মোঃ জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন খান বাবুল ও ইব্রাহীম কাজী জুয়েল-এর দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলেও মোঃ জয়নাল আবেদীন শেখ-এর মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষিত হয়। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদেঃ মোঃ শাহজাহান মিয়া, মানিকুর রহমান মানিক, মুহাম্মদ হানিফ, খলিলুর রহমান গাজী, মোঃ বেলায়েত হোসেন বিল্লাল, মোঃ জাকির হোসেন তালুকদার (ফয়সাল) ও নাজমুল হোসেন পাটওয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও এ পদে মনোনয়নপত্র দাখিলকৃত এসএম জয়নাল আবেদীন-এর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা দেয়া হয় এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদেঃ আনোয়ারা বেগম, মনিরা চৌধুরী ও শিপ্রা দাস-এর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার মোঃ নুরুল্লাহ নুরী। এসময় চাঁদপুর সদর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর উপস্থিত ছিলেন।
এদিকে বাতিলকৃত মনোনয়নের পক্ষে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র বৈধ রাখতে তিনদিনের মধ্যে আপিল করতে পারবেন। তবে তা হতে হবে বাছাই-এর দিন থেকে ৩ দিনের মধ্যে। মনোনয়নপত্র বাছাই-কে কেন্দ্র করে চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয় ও এর আশেপাশে ছিলো উৎসবের আমেজ। এসময় প্রার্থীদের সাথে তাদের সমর্থকরাও এসে জড়ো হতে দেখা যায়। সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন সমর্থকদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বেশক’টি টিম নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলো। চাঁদপুরে ৫টি উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিলকৃত অধিকাংশ চেয়ারম্যান প্রার্থীরা স্বয়ং উপস্থিত থাকলেও অনেক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রস্তাবক, সমর্থনকারী এবং তাদের প্রতিনিধি বাছাই পর্বে উপস্থিত ছিলেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১১ ফেব্র“য়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়সীমা বেঁধে দিয়েছেন নির্বাচন কমিশন এবং পরদিন ১২ ফেব্র“য়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রতীক পাওয়ার পর প্রার্থীরা অনেকটা কোমর বেঁধে প্রচার-প্রচারণায় মেতে উঠবে। কোনো কোনো ক্ষেত্রে একাধিক প্রার্থী একই প্রতীকের দাবিদার হলে জেলা রিটার্নিং অফিসার সে ক্ষেত্রে প্রার্থীদের প্রতীক চূড়ান্ত করতে তাদের মধ্যেই স্পট লটারীর মাধ্যমে প্রতীকের সমাধান দেবেন। মনোনয়নপত্র বাছাই পর্ব শেষে জেলা রিটার্নিং অফিসার চাঁদপুরের ৫ উপজেলার প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রার্থীর ছবি সম্বলিত সকল প্রকার ব্যানার, ফেস্টুন দ্রুত খুলতে হবে। যদি সরিয়ে না নেয়া হয়, এমন দৃশ্য চোখে পড়ার সাথে সাথে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।