নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক জাকির হোসেন (২৪) কুমিল্লা জেলার দক্ষিণ থানার কোমলপুর এলাকার মৃত মো. সাহাবুদ্দিনের ছেলে। চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সোমবার রাত সাড়ে ১১টায় সদর উপজেলার তরপুরচন্ডী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাকির বোগদাদ বাসযোগে কুমিল্লা থেকে চাঁদপুর আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর আলম জানান, আটক জাকির বিশ্ব ইজতেমার তবলীগ জামায়াতের এক কর্মী হিসেবে নিজেকে পরিচয় দেয়। তার পরিহিত পোশাকেও তেমনটি লক্ষ্য করা যায়। পুলিশ সন্দেহের ভিত্তিতে তার সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক জাকির পুলিশকে জানায়, সে অর্থের বিনিময়ে অভিনব কায়দায় দীর্ঘদিন ধরে মাদক পাচার করছে।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।