অভিজিত রায় ॥
চাঁদপুরে ৫ জানুয়ারী সোমবারের সহিংসতার ঘটনায় জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮৫ জন নেতাকর্মীদের নাম উলে¬খ করে ৬ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, সোমবার চিত্রলেখা এলাকা ও ঘোষেরহাট এলাকার সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর ঘটনায় বিস্ফোরক দ্রব্য এবং বিশেষ ক্ষমতা আইনে আলাদা আলাদা দুটি মামলায় ৫৫ জনের নাম উলে¬খ করা হয়েছে।
এ ছাড়াও চাঁদপুর নতুন বাজার ও পুরাণবাজারের সংঘর্ষের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ২টি মামলায় ৩০ জন, মোট ৮৫ জনের নাম উল্লে¬খ করে ৪টি মামলায় অজ্ঞাতনামা ৬০০ জনকে আসামী করা হয়।
এসব মামলার বাদি যথাক্রমে, ঘোষের হাটের ঘটনায় চাঁদপুর মডেল থানার এএসআই আহসানুজ্জামান লাবু, চিত্রলেখার মোড়ের ঘটনায়, এএসআই নন্দন সরকার, নতুনবাজারের ঘটনায়, এএসআই আবুল কালাম আযাদ ও পুরানবাজারের ঘটনায় এসআই শাহাবুদ্দিন বাদি হয়ে এসব মামলা দায়ের করেন।