মিজানুর রহমান রানা
প্রধানমন্ত্রী প্রথম ডিজিটাল বাংলাদেশের কথা বলেন তখন অনেকেই তা বিশ্বাস করেননি। কিন্তু পরবর্তীতে অনেক শঙ্কা কাটিয়ে আজ দেশে ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া সকলে পচ্ছে। আজ মধ্য প্রাচ্যসহ পৃথীবীর সকল দেশ থেকে প্রবাসীরা অর্থ পাঠানোসহ সকল কাজ দ্রুতগতিতে করতে পারছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছার কারণে তা হয়েছে। আজকের বাস্তবতায় দাঁড়িয়ে দেখতে পাই গ্রামীণ পরিবেশেও ডিজিটাল প্রযুক্তির প্রবেশ ঘটছে। এতে সাধারণ মানুষ বেশ উপকৃত হচ্ছে। যেখানে ডিজিটাল প্রযুক্তি বিস্তার লাভ করবে সেখানে দুর্নীতি কমে যাবে। সময় বদলে যায়, তার সাথে জীবনও বদলে যায়। আজ আমাদের জীবনধারা অনেক পাল্টে গেছে ডিজিটাল প্রযুক্তির কারণে। বাংলাদেশে আজ আইসিটির ব্যাবহার বাড়ছে, যা দেশেকে এগিয়ে নিয়ে যাবে। আমরা বিশ্ব দরকারে উচ্চ আসনে বসতে হলে ডিজিটাল গতিতেই এগিয়ে যেতে হবে। চাঁদপুর স্টেডিয়াম প্যাভেলিয়নে ৫ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী ও কম্পিউটার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন এসব বলেন।
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও চাঁদপুর কম্পিউটার সমিতির সহযোগিতায় বুধবার সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরীর সভাপত্বি বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আমির জাফর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর প্রেসকাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, জেলা মাধ্যমিক শিা কর্মকর্তা শফিউদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন পুরান বাজার ডিগ্রি কলেজের উপাধ্য রতন মজুমদার, চাঁদপুর বণিক সমিতির সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, প্রেসকাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা প্রমুখ। মেলা ৫ মে থেকে ১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকব। মেলায় এ বছর চাঁদপুরের বিভিন্ন কম্পিটার প্রতিষ্ঠানসহ তথ্য ও প্রযুক্তি নির্ভর ২৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠানগুলো জেলা প্রশাসক, চাঁদপুর পৌরসভা, হাজীগঞ্জ পৌরসভা, ডেফোডিল ইন্ট্যান্যাশনাল ট্রেনিং ইনিস্টিউট, আইট কম্পিউটার সিটি, কম্পিউটার বাজার, ঢাকা কম্পিউটার এন্ড টেকনোলজি, গুগুল কম্পিউটার, পিসি ওয়ার্ল্ড, আইডিয়াল কম্পিউটার, ইমাজিন কম্পিউাটার, এয়ার ভয়েজ, কম্পিউটার গ্যালারিসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।