চাঁদপুরের ৫টি পৌরসভা নির্বাচনে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, কচুয়া, মতলব ও ছেংগারচর পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ চলে। নির্বাচন চলাকালে মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে কয়েক দফা পাল্টাপালি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি শান্ত করতে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। রিটার্নিং অফিসার ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম বলেন, বাইশপুর কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘন্টা ভোটগ্রহণ স্থগিত ছিল। পরবর্তীতে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ফরিদগঞ্জ পৌরসভার চরবসন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে প্রিসাইডিং অফিসার মেয়র পদের ১৫০টি ব্যালট পেপার বাতিল ঘোষণা করেন। একই পৌরসভার কাছিয়ারা মহিলা সিনিয়র মাদ্রাসা ভোট কেন্দ্রে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করা হয়। ফরিদগঞ্জ থানার এসআই ফারুক আহমেদ বলেন, পরিস্থিতি শান্ত করতে পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এছাড়া চরকুমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১২টায় সংঘর্ষের ঘটনায় ৮ জন আহত হয়েছে। এই কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় আটক ৪ জনকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন চাঁদপুরের সহকারী কমিশনার মোস্তান বিল্লাহ। সাজাপ্রাপ্তরা হলো : রাশেদ (২৫), সোহেল (৩০), শামীম (২৯) ও সোহাগ (২৫)। অপরদিকে কচুয়া পৌরসভায় নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আহসান হাবীব প্রাঞ্জল (জগ)। প্রাঞ্জল বুধবার দুপুরে সাংবাদিকদের বলেন, বিভিন্ন ভোট কেন্দ্র থেকে আমার কর্মীদের বের করে দেয়া হয়েছে। সবগুলো কেন্দ্রে জাল ভোট দেয়া হয়েছে। তাই আমি এসব অনিয়ম দেখে বাধ্য হয়েছি নির্বাচন বর্জন করতে। এদিকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ছেংগারচর পৌরসভায় সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচত অনুষ্ঠিত হয়। এই পৌরসভায় নির্বাচন কমিশন মঙ্গলবার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো. রফিকুল আলমকে বিজয়ী ঘোষণা করেছে।৫ পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছেংগারচর ছাড়াও বাকি ৪ পৌরসভায় মেয়র পদে লড়ছেন ১৮ প্রার্থী। ৫ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ১৯৯ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫২ জন লড়ছেন। মোট ৭৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ৫ পৌরসভায় ভোটার ১ লাখ ৪৫ হাজার ৯শ’ ৬৭ জন। হাজীগঞ্জে মেয়র পদে ৬, ফরিদগঞ্জে মেয়র পদে ৪ জন, কচুয়ায় ৫, মতলবে ৩ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শিরোনাম:
বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।