চাঁদপুরে মেঘনা নদীতে মা ইলিশ নিধনের অপরাধে ৭ জেলেকে ১বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ও দুপুরে পৃথক দু’টি ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মো. রাশেদ ও কাজী মোঃ মোহসীন উজ্জল এই দন্ডাদেশ দেন।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, দুপুরে সদর উপজেলার হরিণা ঘাট মেঘনা নদী থেকে শরিয়তপুর জেলার সখিপুর মোঃ আলী মোল্লার কান্দির ফরিদ হোসেন(১৮), আরিফ হাওলাদার(১৮), স্বপন(১৯) কে আটক করে নৌ-পুলিশ। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালায় নৌ পুলিশের এএসআই এরশাদ আলম সঙ্গীয় ফোর্স। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মো. রাশেদ তাদের এক বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেন। অভিযান কালে নৌ পুলিশ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করার পর সেগুলো পুড়িয়ে ফেলা হয়।
অপরদিকে চাঁদপুর নৌ-পুলিশের আলুবাজার ফাঁড়ির আইসি আবদুল হাই সঙ্গীয় ফোর্স কোষ্টগার্ডের সহযোগিতায় হাইমচর উপজেলার চরমনিপুর ও চাঁদপুর সদরে এলাকা থেকে মা ইলিশ নিধনকালে ৪ জেলেকে আটক করে। আটকৃতরা হল চাঁদপুর সদর রামদাসদির আবদুর রহমান(৩৫), মোঃ ফারুক(৩২), মোঃ আলআমিন(৩০)ও মোঃ জাবেদ হোসেন(২২)। পরে এদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মোহসীন উজ্জল ১ বছর করে কারাদন্ড দেন। এছাড়া মেঘনা নদীতে মাছ ধরার সময় বেশ কয়েকটি জেলে নৌকার তলা ফুটু করে দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুল ইসলাম আটক ও কারদন্ডের বিষয়টি নিশ্চিত করেন।