স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলার ৮ উপজেলার ৮৯ ইউনিয়নের অনলাইনে নাগরিক সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ অনলাইন সনদ এপ্লিকেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল।
এ সময় উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্য ব্রত সাহা, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা পরিচালক মো. রিয়াজ আহমেদ, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোহসনী, ইউএনডিপির সহকারী কান্ট্রি ডিরেকটর খুরশিদ আলম ও চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। এখন থেকে চাঁদপুর জেলার ৮৯ ইউনিয়নের যে কোন বাসিন্দা দেশ ও বিদেশ থেকে নাগরিক সনদ অনলাইনে আবেদন করে নিতে পারবেন।