আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে চাঁদপুর শহরে আজ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৮ দিনব্যাপী একুশে বইমেলা। চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আজ বিকেল সাড়ে চারটায় বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইতোমধ্যেই বইমেলা আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেলায় বরেণ্য লেখকদের বই থাকার পাশাপাশি চাঁদপুরের প্রবীণ-নবীন লেখকদের বই থাকবে।
উল্লেখ্য, বইমেলা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় প্রতিদিন শহীদ মিনার পাদদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয় শিল্পীরা।