স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্মোৎসব
চাঁদপুর অযাচক আশ্রমে দু’ দিনব্যাপী ধর্মীয় উৎসব
অভিজিত রায় ॥ অখন্ড মন্ডেলেশ্বর শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মোৎসব তাঁর পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসব উপলক্ষে শহরের আদালত পড়াস্থ অযাচক আশ্রমে প্রতি বছরের ন্যায় এ বছরও দু’দিনব্যাপী ব্যাপক ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির প্রমম দিন ২৬ ডিসেম্বর সোমবার ভোর ৫টায় আশ্রম প্রাঙ্গণে কীর্তন ও অঞ্জলি প্রদান, সকাল ৬টায় পুরাণবাজার দাসপাড়া হতে হরিওঁ কীর্তন সহকারে পল্লী পরিক্রমা, বেলা ১১টায় শিশু-কিশোরদের স্বরূপানন্দ সাহিত্য, চিত্রাংকন ও সঙ্গীত প্রতিযোগিতা, বিকেল ৪টায় চাঁদপুর সঙ্গীত নিকেতনের পরিচালনায় স্বরূপানন্দ সঙ্গীতানুষ্ঠান, সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী অখন্ড সংহিতা পাঠ, সন্ধ্যা সাড়ে ৬টায় স্বামী স্বরূপানন্দের শুভ জন্মোৎসবের অধিবাস দিবসের সমবেত উপাসনা। পরে নাটক ‘পথের দিশারী শ্রীশ্রী স্বরূপানন্দ’ মঞ্চস্থ হবে। উৎসবের দ্বিতীয় দিন ২৭ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৫টায় আশ্রম প্রাঙ্গণে ঊষা কীর্তন, আরতি ও অঞ্জলি প্রদানসহ সকাল ৮টায় শ্রীশ্রী অখন্ড সংহিতা পাঠ, সকাল সাড়ে ৮টায় স্বামী স্বরূপানন্দের শুভ জন্মদিবসের বিশেষ সমবেত উপাসনা। বেলা ১১টায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি র্যালি, হরিওঁ কীর্তন সহযোগে চাঁদপুর শহর পরিক্রমা, শহর পরিক্রমা শেষে উৎসব অঙ্গণে হরিওঁ কীর্তন।
দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ। দুপুর দেড়টায় যৌগিক আসন মুদ্রা প্রদর্শনী, বেলা ২টায় বাংলাদেশের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় স্বরূপানন্দ সঙ্গীতানুষ্ঠান। বেলা ৩টায় ‘চরিত্র গঠন আন্দোলনই সমাজে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়’ শীর্ষক ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রীমকোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি সৌমেন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রীমকোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও আশীষ রঞ্জন দাস, চাঁদপুর-৩ আসনের এমপি ডাঃ দীপু মনি, ভারত সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব সুপ্রিয় কর, চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহামেদসহ সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব লিভারেল আর্টস্ বাংলাদেশের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. মিলন কুমার ভট্টাচার্য। জন্মোৎসবের প্রতিটি আয়োজনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন অযাচক আশ্রম চাঁদপুরের অধ্যক্ষ ও সভাপতি কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারী।