শরীফুল ইসলাম ॥
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম হানিফ মিয়ার মৃত্যুতে রুহের মাগফিরাত কামনায় শোক সভা, দোয় ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির ভবনে শোক সভা ও দোয়া অনুষ্ঠানে সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে ১ মিনিট নিরাবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শোক সভা অনুষ্ঠানে আইনজীবী সহকারী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শামসুজ্জামান এর পরিচালনায় ও সভাপতি এ্যাড. মো. শাহাজাহান পাটওয়ারীর সভাপতিত্বে শোক সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন, আইনজীবী সহকারী সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়রর সহ-সভাপতি আলহাজ্ব জাকারীয়া মিয়া। তিনি বলেন, আইনজীবী সহকারী সদস্য ও মুক্তিযোদ্ধা হানিফ মিয়া আজ ্টামাদের মাঝে নেই। এই শোক শুধু উনার পরিবারের একার নয়, এই শোক আইনজীবী সহকারী সমিতির সকল সদস্য কর্মকর্তাগনের। তাই আমরা উনার রুহের মাগফিরাত কামনায় সব সময় দোয়া করবো। শোক সভা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আইনজীবী সহকারী সমিতির সভাপতি এ্যাড. শাহাজাহান পাটওয়ারী, সহ-সভাপতি মো. খোরশেদ, উপদেষ্টা আঃ মতিন মিয়া, সিনিয়ির সদস্য নুরুল ইসলাম পাঠান, মরহুম হানিফ মিয়ার পুত্র আবু নাসের চৌধুরী, সিনিয়র উপদেষ্টা চন্দন সরকার, সিনিয়র সদস্য হারুন অর রশিদ, সিনিয়র সদস্য মফিজুর ইসলাম, শাহাজাহান পাটওয়ারী, সিনয়ির উপদেষ্টা মিজানুর রহমান মৃধা, উপদেষ্টা শাহ-আলম মজুমদার, সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন মজুমদার, উপদেষ্টা মোজাম্মের হক মাষ্টার, সাবেক সাধারন সম্পাদক মিজান পাটওয়ারী, সিনিয়র সদস্য আলহাজ্ব শহীদ উল্ল্যাহ, সদস্য আকবর হোসেন বেপারী প্রমুখ। শোক সভায় কোরআন তেলওয়াত করেন,সদস্য আকবর হোসেন বেপারী, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, আইনজীবী সহকারী সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জাকারীয়া মিয়া।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।