শাহারিয়ার খান কৌশিক॥
চাঁদপুর শহরের আউটার ষ্টেডিয়াম এলাকায় মাদক বিক্রিতে বাধা প্রদান করায় মা ও ছেলেকে কুপিয়েছে সন্ত্রাসীরা। সোমবার বিকেল ৪টায় ১০/১২ জন মাদক বিক্রেতা ও সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে মা ছেলেকে কুপিয়ে বসত ঘরে হামলা চালায়। আহত অবস্থায় মা সেলিনা বেগম (৩৬) ও ছেলে সেতু (১৭) কে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে এনে ভর্তি করায়।
জানা যায়, প্রতিদিন চাঁদপুর আউটার ষ্টেডিয়ামে কিছু মাদক বিক্রেতা ইয়াবা, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক বিক্রী করে যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। মাদক বিক্রেতাদের মাদক বিক্রী করতে বাঁধা দেওয়ায় তারা দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মাদ্রাসা রোডের আপেল মিয়ার আজমির ভিলার ভাড়াটিয়া জসিম মাতাব্বরের ছেলে সেতুকে কুপিয়ে আহত করে। ছেলেকে আত্ব চিৎকার শুনে এগিয়ে আসলে মা সেলিনা বেগমকেও সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। তাতেও তারা ক্ষান্ত না হয়ে সেলিনা বেগমের বসত বাড়িতে হামলা চালায়। আহতরা জানায়, ঘটনার দিন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মাদ্রাসা রোডের রুপু,আনিছ,মনির,রাজু,শাওন ও মিলনসহ ১০/১২ জন এসে দেশীয় অস্ত্র নিয়ে এসে হামলা চালিয়ে আহত করে। তারা চাঁদপুর আউটার ষ্টেডিয়ামকে মাদক বিক্রির নিরাপদ রূট হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। এছারা এ চক্রটি বাসষ্টেন্ড এলাকায় ছিনতাই,চুরিসহ অপহরন করে মোটা অংকের মুক্তিপন দাবী করে। তাদের বিরুদ্ধে এলাকার লোকজন হামলার ভয়ে নিরব ভূমিকা পালন করছে। হামলার ঘটনায় সেলিনা বেগম চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেছে। এদের গ্রেফতার করলে মাদক সহ নানা অপকর্ম অনেকাংশে কমে আসবে বলে সচেতন মহল মনে করেন।