স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারলাম চাঁদপুর আউটার স্টেডিয়ামে আগামী এপ্রিল মাসে বাণিজ্য মেলার নামে একটি মেলা হতে যাচ্ছে। আমরা প্রশাসনের অবগতির লক্ষ্যে জানাতে চাই যে, এইসব ইসলাম বিরোধী কর্মকা- যেমন-জুয়া, লটারী, বেপর্দাসহ নারী-পুরুষের চরিত্র হননের সকল কার্যক্রম পরিচালিত হবে। আমরা সকলেই অবগত আছি চাঁদপুরের সর্বস্তরের মুসলমানদের গণকবরস্থানটি এ স্টেডিয়ামের পাশেই অবস্থিত। আরো আছে পাশে ২টি মাদ্রাসা ও কয়েকটি মসজিদ। এমনকি এ স্টেডিয়াম একটি ঈদগাহও অবস্থিত। সর্বোপরি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে বিধায় এ জাতীয় কার্যকলাপ সভ্য সমাজে চলতে দেয়া যায় না। আমরা চাঁদপুরের সর্বস্তরের আলেম সমাজ ও মুসলি্লগণ এ কাজের নিন্দা জানাই এবং সর্বস্তরের আলেম সমাজ ও মুসলি্লদের দাবিকে সম্মান জানিয়ে এ জাতীয় কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি।
উপস্থিত ছিলেন চাঁদপুর অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সেক্রেটারী মুফতি মাওঃ মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মাওঃ আহম্মদ উল্লাহ, যুগ্ম সম্পাদক মাওঃ শামছুল হক নিজামী, সদস্য মুফতি আমিনুল্লাহ বিন নূরী, মাওলানা মোজাম্মেল হোসাইন, মাওঃ আবু বকর মফিজ, কওমী সংগঠন চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী মাওঃ লিয়াকত হোসাইন, সদস্য মনির হোসাইন, মোস্তফা আল হাসান, মাওঃ ওমর ফারুক বাদশা প্রমুখ।
শিরোনাম:
বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর আউটার স্টেডিয়ামে আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য বাণিজ্য মেলার নামে জুয়া, লটারী, অশ্লীলতা, বেপর্দা নারী-পুরুষের চরিত্র হননের সকল কার্যক্রমসহ মেলা বন্ধের দাবিতে চাঁদপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি এবং কওমী সংগঠন চাঁদপুর জেলা শাখা। মঙ্গলবার দুপুরে এ স্মারকলিপি জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হাই।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।