চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শফিউল আজমের আদালতে হাজিরা দিতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন গতকাল বুধবার আদালতে আসেন। ২০১১সালের জিআর ২০২ মামলার বাদি কচুয়ার পালগীরির মহিউদ্দিন কাউছার মামলা করার দু’দিন পর অর্থাৎ ১৭/০৪/২০১১তারিখ আপোষনামা দিয়ে মামলা তুলে নিলেও বর্তমানে র্চাজশিট রিসিভ হয়ে আদালতে আসে। গতকাল আদালত আসামিকে স্থায়ী জামিন প্রদান করে। বাদি আপোষনামায় উক্ত মামলাটি তিনি নিজে স্বাক্ষর করেননি বলে ওকালত নামায় উলে¬¬খ করেন। উক্ত মামলাটিতে মিলনের বিরুদ্ধে হত্যার চেষ্ঠা ও চাঁদাবাজির কথা উলে¬¬খ ছিল। মিলনের পক্ষে আইনজীবিরা হলেন এডঃ কামরুল ইসলাম, এডঃ মিজানুর রহমান, এডঃ ইব্রাহীম খলিল, এডঃ আব্দুল¬াহিল বাকি, এডঃ সালমা বেগম, এডঃ মাইনুল ইসলাম। এসময় কচুয়া বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও মেয়র হুমায়ুন কবির, জেলা বিএনপি’র বৃক্ষরোপন বিষয়ক সম্পাদক মোঃ মাছুম বিল¬াহ, পৌর বিএনাপ’র যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, থানা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ আঃ মালেক প্রধান ও পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী খোকন, যুবনেতা রনি।
চাঁদপুর নিউজ সংবাদ