স্টাফ রিপোর্টার॥
চাঁদপুর আদালতে ৮ মামলায় হাজিরা দিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বিএনপি জোটের ক্ষমতাকালীন সময়ের শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের বিরুদ্ধে করা হাতঘড়ি, মোবাইল, ভ্যানেটি ব্যাগ, স্বর্নের নেকলেস, আংটি ছিনতাই ও চাঁদাবাজি সহ মোট ৮টি মামলায় রোববার চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দীলিপ কুমার ভৌমিক, অতিরিক্ত দায়রা জজ মাহবুবুর রহমান ও ম্যাজিষ্ট্রেট শায়লা শারমিনের আদালতে হাজিরা দিতে আসেন।
এসময় কচুয়া ও চাঁদপুরের বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল নেতকর্মী কোর্ট প্রাঙ্গনে ভিড় করেন।
যেসব মামলায় তিনি হাজিরা দেন এগুলো হলো জি.আর ৫৫/৯, জি আর ৩৬/১০(এস সি ১০৮/১২), জি আর ৫৩/১০ (এস সি ১৬/১৪), জি আর ২২/১০, জি আর ৪২/১০, জি আর ৯৩/১০ (এস সি ৯৩/১৪), জি আর ১০১/১০(এস সি ৯১/১৪), জি আর ২০৪/১০।
এসময় তার আইনজীবিগন বলেন, এসব মিথ্যা ভিত্তিহীন মামলায় তিনি গত ২০১০ইং সনের ১৪ই মার্চ গ্রেফতার হওয়ার পর বিনা বিচারে ৪৪৯ দিন কারাবাস শেষে ২০১১ইং সানে ৫ই জুন কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান। আমরা আশা করি আওয়ামীলীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসামূলক এসব মামলা থেকে তিনি অচিরেই মুক্তি পাবে
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।