রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর শহরে গলায় ফাঁস দিয়ে ‘মাদকসেবীর আত্মহত্যার’ খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে শহরের নতুন আলিম পাড়ারএ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত আবদুল বারীর একমাত্র ছেলে মাহমুদুল বারী (৪২)। চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক খোকন জানায়, ‘মাহমুদুল বারী আগ থেকেই মাদকাসক্ত। ঘটনার দিন সন্ধ্যায় মাদক সেবনের জন্যে তার মায়ের টাকা চেয়ে না পাওয়ায় ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই এলাকার বাসিন্দা কমিউনিটি পুলিশের এ নেতা আরো জানায় ,‘তারা দু’ভাই ৪ বোন । ঘরের ভেতর কোনো আসবাবপত্র নেই। মাদক সেবনের জন্যে বিভিন্ন সময় এগুলো সে বিক্রি করে দেয়। মাদকসেবনের কারণে বিয়ের ৩ মাস পর শ্বশুর বাড়ির লোকজন তার বউকে তালাকের মাধ্যমে নিয়ে যায়।চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান চাঁদপুর নিউজ.কম কে জানায়, ‘কমিউউনিটি পুলিশ আমাদের খবর দিলে লাশ উদ্ধার করি। কমিউনিটি পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে মাহমুদুল মাদকসেবী।’