স্টাফ রিপোর্টার : চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের ছাত্র ও ছাত্রী শাখার ক্যাম্পাসে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় ছাত্রী শাখায় ও দুপুর ১২টায় ছাত্র শাখায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
তিনি তার বক্তব্যে বলেন, সরকার সারাদেশে আজ প্রথম থেকে নবম শ্রেণি পযর্ন্ত বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। সরকার এবছর ৪ কোটি শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি নতুন বই বিতরণ করছে। গত বছরের চাইতে ২০ লক্ষ বেশী বই এবছর বিতরণ হচ্ছে। সরকারের এ কার্যক্রম ২০১০সাল থেকে শুরু হয়েছে। বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব সরকার। পরীক্ষার সময়ে প্রশ্নপত্র ফাঁসের যে বিষয়টি ছিল তা শিক্ষা মন্ত্রণালয় তা বন্ধ করতে সচেস্ট হয়েছে। কোচিং বানিজ বন্ধ হকরতে সরকার কাজ করছে। শিক্ষার্থীদের উপর চাপ কমাতে পরীক্ষাকার গ্রেডিং পদ্ধতি পরিবর্তন করার চিন্তা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকার কর্মমুখী শিক্ষার ব্যাপারে বিশেষ নজর দিচ্ছে।
তিনি আরো বলেন, আল আমিন স্কুল এন্ড কলেজের রেজাল্ট ভাল, আরো ভাল করার চেষ্টা করা হচ্ছে। ছাত্র শাখার টিনসেডের জায়গায় একটি বহুতল ভবন করার চিন্তা চলছে। এছাড়াও ছাত্র ও ছাত্রী দুই শাখায় একটি করে কেন্টিন স্থাপন করা হবে। যাতে করে শিক্ষার্থীরা স্বল্পমূল্যে টিফিন ক্রয় করে খেতে পারে।
আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের কর্নেল (অব:) ড. মোঃ শাহাদাৎ হোসেন সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগে সহ-সভাপতি ও বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য আবু নঈম পাটওয়ারী দুলাল, ছাত্রী শাখার ইনচার্জ নাসরিন পারভীন। ছাত্রী ক্যাম্পাসের মাধ্যমিক শাখার সমন্বয়কারী নাসিমা আক্তারের পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্যা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুুটুল, এডভোকেট সাইফুদ্দিন বাবু। ছাত্র শাখার বই বিতরণ অনুষ্ঠানে প্রাথমিক শাখার সমন্বয়কারী মোঃ আব্দুল মোতালেবের পরিচালনায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শাখার (ছাত্র) সমন্বয়কারী পি এম এম জামাল, তাফাজ্জল হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আমির হামজা, মোঃ আব্দুল্লা আল মামুন, মোঃ হানিফ, মোঃ আবু দাউদ, মোরর্শেদ আলম পাটওয়ারী, শাহাজালাল, নুরুল ইসলাম, মোঃ হোসাইন ২ প্রমূখ।