রফিকুল ইসলাম বাবু
চাঁদপুর শহরের আল আমিন হাসপাতালে এক বিকলাঙ্গ শিশুর জন্ম হওয়ার কিছুক্ষণ পর সে মারা যায়। ২২ শে আগস্ট শনিবার দুপুরে সিজারিয়ানের মাধ্যমে শিশুটির জন্মের ১ ঘন্টা পর মারা গেছে।
জানা যায়, বিকলঙ্গ ওই শিশুর মা হচ্ছেন রহিমা বেগম (২৫), যিনি চাঁদপুর সদরের আশিকাটি ইউনিয়নের ববাবুরহাট এলাকার মোঃ শাহ জালালের স্ত্রী।
আল-আমিন হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর ১২টায় রহিমা বেগম (২৫)-এর প্রসব জনিত ব্যথা উঠলে তাকে হাসপাতালের ২শ’ ১৩নং কেবিনে ভর্তি করানো হয়। পরে হাসপাতালের চিকিৎসক ডাঃ আবির রোগী রহিমাকে অচেতন করলে ডাঃ সামছুন্নাহার তানিয়া তার অস্ত্রোপচার করেন। এরপর রহিমা এই সিজারের মাধ্যমে দু’টি জিহ্বা, চারটি হাত ও চারটি পা বিশিষ্ট বিকলাঙ্গ এক কন্যা সন্তানের জন্ম দেন। যার এক ঘন্টা সময়ের মধ্যেই শিশুটি মারা যায়।
এদিকে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ডাঃ সামছুন্নাহার তানিয়া জানান, আল্ট্রাসনোগ্রামে কিছু বোঝা যাচ্ছিলো না। সিজার করার পর দেখা যায় শিশুটির চারটি হাত, চারটি পা এবং দুটি জিহ্বা রয়েছে। হরমোনসহ নানা সমস্যায় এমন বিকলাঙ্গ শিশুর জন্ম হয়ে থাকে। কিন্তু অপরিপুষ্ট শিশু হওয়ায় জন্মের এক ঘন্টা পর সে মারা গেছে। তবে তার মা সুস্থ রয়েছে এবং তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন।