
চাঁদপুর সদর প্রতিনিধি: ইসলাামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাও. মুহাম্মদ নেছার উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, একটি আদর্শিক সংগঠন হচ্ছে ইসলামী যুব অান্দোলন। সমাজের বিবপদগ্রস্ত যুবকদের যুব আন্দোলনে সামিল করে সুপথে ফিরিয়ে এনে সু-পথে আনা। ইসলামী যুব আন্দোলনকে মূখ্য ভূমিকা পালন করতে হবে। মাত্র সাড়ে ৪ বছরে দেশের সকল ইউনিয়নে সংগঠন গড়ে তোলা হয়েছে। অামাদের সকল যুবকদের কাছে দ্বীনের তাওয়াত পৌছাতে হবে। তাই আমাদেরকে আরো বেশী মনোযোগী হয়ে। সাংগঠনিক কাজ করতে হবে। সমাজ থেকে অন্যায় দূর করতে মাঠে ময়দানে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, ১৯৭১ সালে সূর্যসন্তানরা সোনার বাংলা গড়ার জন্যই দেশ স্বাধীন করতে অকাতরে প্রাণ বিলিয়ে দেয় । আজো তাদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। তাই দেশে কাঙ্খিত সোনার বাংলা গড়তে দীপ্ত শপথ গ্রহন করতে হবে। আমাদের যোগ্য নেতৃত্বে রয়েছেন আদর্শিক নেতা পীর সাবেক চরমোনাই। আল্লাহর সন্তুষ্টি ও রাসুলের আদর্শ নিয়ে কাজ করি তাই আমরা সফলকাম হবোই।
ইসলাামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাও. হেলাল আহম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাদী হাসানের পরিচালানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি শেখ মো. জয়নাল, সেক্রেটারী কে এম ইয়াসিন রাশেদসানী, ফরাক্কাবাদ জামিয়া আরবিয়া কাসিমুল উলুমের শিক্ষা সচিব মুফতি ত্বোহা খান, দাসাদী ডি এস আই এস কামিল মাদরাসার উপাধ্যক্ষ গাজী মো. আমজাদ হোসাইন, চাঁদপুর সরকারি কলেজের রসয়ান বিভাগের প্রভাষক রেজাউল করিম, জাতীয় অর্থোপেডিক হাসপতালের চিকিৎসক নূরে হোসাইন বান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, ইসলাামী যুব আআন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মাও. মাকসুদুর রহমান, মাও. জোবায়ের আহমেদ প্রমুখ।
সমাবেশে ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাও. মুহাম্মদ নেছার উদ্দিন চাঁদপুর জেলা যুব আন্দোলনের নতুন কমিটির সভাপতি মাও. হেলাল আহমাদ, সহ-সভাপতি মুহাম্মদ মোক্তার হোসাইন ও সাধারণ সম্পাদক এইচ এম নিজাম উদ্দিনকে শপথবাক্য পাঠ করান।
সমাবেশে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব ও রাহবার শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ ইসলামী সংগীত পরিবেশন করেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/