স্টাফ রিপোটার ॥ চাঁদপুর এসএসসি ৯৭ ব্যাচের পক্ষ থেকে পথচারীদেও মাজে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার ( ৮ মে ) বিকেলে শহরের মাতৃপীঠ হাইস্কুল সংলগ্ন এলাকায় এ ইফতার বিতরন করা হয়।
চাঁদপুর জেলা ও শহরের বিভিন্ন স্কুলের এসএসসি ৯৭ ব্যাচের বন্ধুরা মিলে এ ইফতার বিতরনের আয়োজন করে। ইফতার বিতরন শেষে সামাজিক দুরত্ব বজায় রেভে ব্যাচের সকলে একত্রিত হয়ে শহরের একটি চাইনীজ রেষ্টুরেন্টে ইফতারের আয়োজন করে। এ সময় ব্যাচের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের বিষয় সহ ব্যাচের বিভিন্ন আলোচনা করেন ইফতাওে অংশ নেয়া বিভিন্ন বন্ধুর। ইফতারের পূর্বে ব্যাচের যে সমস্ত বন্ধুরা মারা গেছে তাদেও সহ দেশের করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা বসবাসকারী একই ব্যাচের বন্ধু ইউনুছের চিকিস্যার জন্য চাঁদপুরের বন্ধুদেও পক্ষ থেকে ২০ হাজার টাকার সহযোগিতা করা হয়।
চাঁদপুরনিউজ/এমএমএ/