স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর শহরের ওয়ারল্যাস মোড় এলাকায় ফ্ল্যাট বাসায় চায়ের সাথে চেতনানাশক ঔষধ মিষিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়েছে এক যুবতি। এ ঘটনায় অচেতন বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা সুলতান মিয়া (৬০) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৫০) চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার বিবরনে জানা গেছে, শহরের ওয়ারল্যাস মোড় এলাকার গ্যাস অফিসের পাশে ৩০৮ নং হল্ডিং এর মায়ের আচল ভবনে ২য় তলায় বীর মুক্তিযোদ্ধা সুলতান মিয়া দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। গত বুধবার ৫ মাস আগে ঐ ভবনে থাকা ভাড়াটিয়া ফরিদগঞ্জ উপজেলার বিথী (২৫) বেড়ানোর নাম করে এ বাসায় আসে। অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা সুলতান মিয়া ও তার স্ত্রী আনোয়ারা বেগম তাকে আপ্যায়ন করে। পরে ঐ দিন সন্ধ্যায় সবাই মিলে টিভি দেখার এক ফাকে বিথী চা বানাতে যায়। চায়ের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে তাদেরকে খাওয়ায়। চা খাওয়ার সাথে সাথে সুলতান মিয়া ও আনোয়ারা বেগম অচেতন হয়ে পরে। এ সুযোগে আলামারিতে থাকা ৬ ভরি স্বর্ন, ১টি ল্যাপটপ ও নগদ ৬০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। সে যাওয়ার সময় বাইরে থেকে দরজা আটকে দিযে যায়। পরের দিন বিকেল ৪ টায় বাড়ির মালিক তাদের সাড়া শব্দ না দেখে খোজ নিতে এসে দেখে তারা অচেতন হয়ে পরে আছে। পরে তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা সদর হাসপাতালের মুক্তিযোদ্ধা কেবিনে ও মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সুলতান মিয়া ছেলে আরমান চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।