চাঁদপুর শহরের ওয়ারলেছ এলকার পাসপোর্ট অফিসের পাশে আঃ মালেক মিয়ার দোকান রাতে আধাঁরে লুটপাট করে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত ১২টায় একটি সন্ত্রাসী ভূমিদস্য বাহিনী দোকানে প্রবেশ করে লুটপাট করে দখল করার চেষ্টা করে। খবর পেয়ে মডেল থানার সহকারী উপ পরিদর্শক নন্দন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। এ সময় দুই পক্ষ রেলওয়ে ও জেলা প্রশাসকের কাছ থেকে লিজ নিয়ে দোকান নির্মান করেছে বলে জানায়।
পৃুলিশ উভয় পক্ষের কাগজ পত্র থানায় নিয়ে আসার জন্য বললে গতকাল বুধবার তারা আসলে সব কিছু পর্যালচনা করে প্রকৃত মালিক মাসুদ মিয়াকে লিজকৃত সম্পতির রায় দেয়।
জানাযায় বিষ্ণদী রোডের হাজী আঃ মান্নান মিয়ার ছেলে আঃ মালেক মিয়া কয়েক বছর পূর্বে মৈশাদী ও চাঁদপুর কোট স্টেশনের মধ্যেবর্তী রেলক্রচিংয়ের দক্ষিন পাশে বর্তমান পার্স অফিসের পাশে ৪শত ৫০ ফুট রেলওয়ের কাছ বানিজ্যিক লাইন্সেস নেয়। বিভাগীয় রেলওয়ের এস্টেট অফিসার চট্রগ্রাম মোবারকুল্লাহ ২০০৫ সালের মার্চের ৩০ তারিখে ১৯৭০ ইং সনের ২৪নং অদ্যাদেশের ৯ ধারায় (৯) উপধারায় আঃ মালেক মিয়াকে বানিজ্যিক লিজ প্রদান করে। মালেক মিয়া বানিজ্যিক লিজ পাওয়ার সাথে সাথে রেলওয়ের কর্মকর্তাদের কাছ থেকে সম্পতি বুঝিয়ে নিয়ে দোকান নির্মান করে। পাকা মসজিদ এলাকার মাহবুব তার সঙ্গ বঙ্গদের সাথে নিয়ে ঘটনার দিন রাতে আঃ মালেক মিয়ার দোকানে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ কিছু মাল পত্র লুট করে টিনের ভেড়া লাগিয়ে তারা দখল করে নেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অবশেষে কাগজ পত্র প্রর্যালচনা করে মালেক মিয়াকে দোকান বুঝিয়ে দেয়।