
দেশে উদ্বেগজনক হারে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়ে যাওয়ায় চাঁদপুরে এর প্রাদুর্ভাব ঠেকাতে শরীয়তপুর নৌরুটের নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা পুলিশ। বিষয়টি ট্রলার মাঝিদের জানিয়ে দিতে জেলা পুলিশের পক্ষ থেকে গতকাল সোমবার সকালে চাঁদপুর নদীবন্দর এলাকার পুরাণবাজার ট্রলারঘাটগুলোতে মাইকিং করা হয়।
এদিন চাঁদপুর মডেল থানার পরির্দশক মোরশেদ আলম ও পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদের নেতৃত্বে সঙ্গীয় থানা ও ফাঁড়ি পুলিশ যৌথভাবে করোনা ইস্যুতে টহলে নামেন। তারা পুরাণবাজার ব্যবসায়ী এলাকা ঘুরে নদীর পাড় ট্রলার ঘাটে গিয়ে ব্যবসায়ী, ট্রলার যাত্রী ও মাঝি-মাল্লাদের সতর্ক করেন।
পুলিশ পরিদর্শক মোরশেদ আলম ও মোঃ মাসুদ জানান, মাদারীপুর ও শরীয়তপুরের বহু মানুষ প্রবাসী। সেখানকার কোনো লোক আপাতত চাঁদপুর আসতে পারবে না। এজন্যে এসপি সাহেবের নির্দেশে চাঁদপুর নদীবন্দরে শরীয়তপুর রুটের যাত্রী ও পণ্যবাহী ট্রলার আসা-যাওয়া পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আমরা বিষয়টি চেম্বার নেতৃবৃন্দকে জানিয়েছি এবং মাইকিং করে এলাকার সবাইকে অবগত করেছি।